Jamalpur livelihood project (small shop) update after 5 month:
যাকে দেওয়ার হয়েছে তার বক্তব্য,
“আপনাদের দেয়া আর্থিক সহযোগিতার পর আমার ব্যবসা আগের থেকে অনেক ভালো হইছে। আপনাদের টাকা পাওয়ার পর ব্যবসা করে কিছু টাকা লাভ করে দোকানে একটা নতুন ফ্রিজ কিনেছি। যার দ্বারা কোমল পানিয় বিক্রি করতে পারছি। ফলে দোকানে আগের থেকে ব্যবসা বৃদ্ধি পেয়েছে। আগের থেকে টাকা বেশি ইনকাম হওয়ায় আমার চিকিৎসা খরচসহ পরিবারের স্বচ্ছলতা বেড়েছে। এছাড়াও এই টাকায় আমার ছেলে সন্তানটি লেখা পড়ায় সুবিধা হয়েছে। ছেলেটির পুষ্টিকর খাবার আগের চেয়ে এখন বেশি খেতে পারছে। ফলে তার স্বাস্থ্য ও মানসিকতা আগের থেকে অনেক ভালো আছে। বলতে গেলে আগের থেকে আমরা এখন অনেক আর্থিক ভাবে স্বচ্ছল হয়েছি। আপনাদের নগদ টাকার সহযোগিতার জন্য আমরা স্বপরিবারে আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। সেই সাথে আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আপনারা সকলেই পরিবারের সকলকে নিয়ে ভালো থাকুন। সুখে থাকুন। আল্লাহ সকলকে সুস্থতার সাথে দীর্ঘ জীবী করুর। আমিন।”
আলহামদুলিল্লাহ আরও একটি সফল প্রজেক্ট সম্পন্ন।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা যিনি ডোনেশন করেছেন ও জামালপুর চিলড্রেন’স হ্যাভেন ও চিলড্রেন’স হ্যাভেন সেন্ট্রাল। এছাড়া ভলেন্টিয়ার দের অসংখ্য ধন্যবাদ।